ঢাবি ভর্তি প্রস্তুতি | গ বিভাগ | ২০২০-২১ সালের প্রশ্ন থেকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ PM
ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ ঢাবি গ ইউনিটের ২০২০-২১ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
1. 'সে কবির বাণী-লাগি কান পেতে আছি।' কোন ধরনের কবির?
A. যে কবি সর্বত্রগামী নয়
B. যে কবির কাব্যে মহৎ হৃদয়ের প্রতিফলন ঘটেছে
C. মাটির কাছাকাছি আছে যে
D. প্রকৃতির গভীর পরিচয় যিনি চিত্রিত করতে পেরেছেন
2. নিচের কোন দুটি বর্ণের উচ্চারণ একই?
A স,শ
B. ঞ, ন
C. হ, ঃ
D. ত, ৎ
3. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?
A. দূরবীক্ষণ, পরিপক্ক
B. মরিচীকা, সমীচিন
C. বিভীষণ, মরূদ্যান
D. সান্ত্বনা, মুমুর্ষু
4. 'ইস! যদি পাখির মতো পাখা পেতাম।' বাক্যটি-
A. প্রার্থনাসূচক
B. বর্ণনাত্মক
C. আবেগসূচক
D. সন্দেহসূচক
5. 'টানাপড়েন' বাগ্ধারার সঙ্গে যুক্ত নিচের কোন শব্দ?
A.পরিবার
B. কারখানা
C. তাঁত
D. জাল
6. কোন শব্দজোড় বিপরীত নয়?
A. প্রাচ্য-প্রতীচ্য
B. আবাহন-বিসর্জন
C. সাম্য-বৈষম্য
D. যোজন-সংযোজন
7. 'হাসনাহেনা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
A. হিন্দি
B. গুজরাটি
C. জাপানি
D. সাঁওতালি
8. 'সিরাজউদ্দৌলা' নাটক কত অঙ্কে বিন্যস্ত?
A. তিন
B. চার
C. পাঁচ
D. এক
9. 'বৃক্ষ যে কেবল বৃদ্ধির ------- তা নয়- প্রশান্তিরও ইঙ্গিত।' বাক্যটির শূন্যস্থানে বসবে যে শব্দ-
A. লক্ষণ
B. ইশারা
C. প্রতিফল
D. কথা
10. নিচের কোন শব্দজোড় বিসদৃশ?
A. অলক: চিকুর
B. চিবুক: ঠোঁট
C. লোচন: নেত্র
D. পাণি: ভুজ
11. 'তুমিও কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও?' এখানে 'কি' কোন পদ?
A. বিশেষণ
B. ক্রিয়া-বিশেষণ
C. সর্বনাম
D. অব্যয়
12. 'জাত্যভিমান' শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে-
A. জাতি + অভিমান
B. জাত + অভিমান
C. জাত্য + অভিমান
D. জাত্যা + অভিমান
Answer Keys: 1.C 2.D 3.C 4.C 5.C 6.D 7.C 8.B 9.B 10.B 11.D 12.A
English
Fill in the blanks with appropriate wprds (01-02)
01. She likes ----- long emails.
A. writes
B. writing
C. write
D. wrote
02. We----not hurry, we have got plenty of time.
A. may
B. need
C. would
D. do
03. Choose the correct sentence:
A. The more you read, less you understand.
B. More you read, less you understand.
C. The more you read, the less you understand.
D. More you read, the less you understand.
04. Sumon is not here, he is out ----- his uncle.
A. visited.
B. is visiting.
C. visiting.
D. visits.
05. I wish I ----- a child again.
A. am
B. were
C. was
D. be
06. He is -- intimated-- by his boss.
A.frightened
B. promoted
C. disliked
D. encouraged
07. FANS: GALLERIES
A. Teams: Goalposts
B. Referee: Decision
C. Audience: Seats
D. Tickets: Counters
08. Which word is wrongly spelt?
A. Deceive
B. Receive
C. Recede
D. reciept
Choose the appropriate preposition ( questions 09-10)
09. The gift was srapped ---- blue paper.
A. by
B. around
C. of
D. in
10. I will take my driving test ----- a week.
A. in
B.about
C. for
D. on
11. What is the right synonym of 'Hostile'?
A. Flexible
B. Unfriendly
C. Happy
D. Indifferent
12. The patients's blood pressure was ----.
A. so high to ignore
B. much higher to ignore
C. too high to ignore
D. more high to ignore
Answer Keys: 1.B 2.B 3. C 4.C 5.B 6.A 7.C 8.D 9.D 10.A 11.B 12.C
হিসাববিজ্ঞান
01. কয়েক বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
A. ক্ষতি ৩,০০,০০০ টাকা
B. ক্ষতি ২৫,০০০ টাকা
C.লাভ ২৫,০০০ টাকা
D. লাভ ২,৭৫,০০০ টাকা
02. একটি মজুত পণ্যের ক্রয়মূল্য ১৫,৫০০ টাকা ও বাজার মূল্য ১২,৫০০ টাকা, যা বছর শেষে মজুত পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসার মুনাফার ওপর কিরূপ প্রভাব ফেলবে?
A.মুনাফা ১৫,৫০০ টাকা কমবে
B. মুনাফা ৩,০০০ টাকা কমবে
C. মুনাফা ৩,০০০ টাকা বাড়বে
D. মুনাফা ১২,৫০০ টাকা বাড়বে
03. কালান্তিক মজুত রক্ষণ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাবটি থাকবে না?
A. বিক্রীত পণ্যের ব্যয়
B. ক্রয়
C. ক্রয় পরিবহণ
D. ক্রয় বাট্টা
04. নিচের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ?
A. অবচয়
B. অবলোপন
C. প্রাথমিক খরচ
D.অগ্রিম প্রদত্ত ভাড়া
05. নিচের কোন বিবরণীটি একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের আর্থিক অবস্থার বর্ণনা দেয়?
A. নগদ প্রবাহ বিবরণী
B. মালিকানাস্বত্ব বিবরণী
C. আয় বিবরণী
D.উদ্বর্তপত্র
06. পরিচালনগত নগদ প্রবাহ নির্ণয়ে নিচের কোনটি নিট মুনাফার সাথে যোগ করতে হয়?
A.অবচয়
B. বিনিয়োগ বিক্রয়জনিত মুনাফা
C. চলতি দায়ের বৃদ্ধি
D. চলতি সম্পদের হ্রাস
07. রেওয়ামিলে দেনাদার ৫২,০০০ টাকা, লিখিত অনাদায়ি পাওনা ২,০০০ টাকা এবং অলিখিত অনাদায়ি পাওনা ২,০০০ টাকা। যদি দেনাদারের ওপর ৫% সঞ্চিতি রাখা হয় এবং অনাদায়ি পাওনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ১,০০০ টাকা হয়, তাহলে চলতি বছরে অনাদায়ি পাওনা সঞ্চিতি কত রাখতে হবে?
A. ২,৫০০ টাকা
B. ১,০০০ টাকা
C.২,৪০০ টাকা
D.১,৫০০ টাকা
08. নীতি অনুসরণ করার কারণে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণীতে প্রদর্শন করে থাকি।
A. ব্যবসায়িক স্বত্বের
B.হিসাবকালের
C.পূর্ণ প্রকাশের
D.মিলকরণের
09. কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান?
A. অফিস ভাড়া
B.পরোক্ষ কাঁচামাল
C.বিজ্ঞাপন ব্যয়
D. কু-ঋণ
10. রংধনু সু স্টোরের প্রারম্ভিক মজুতপণ্যের জের ২৫,০০০ টাকা।উক্ত হিসাবকালে ক্রয় ৫০,০০০ টাকা, ক্রয় ফেরত ২,৫০০ টাকা ও আন্ত: পরিবহন ব্যয় ১৫,০০০ টাকা ছিল। হিসাব শেষে গণনার পর দেখা যায় ২০,০০০ টাকার পণ্য এখনও হাতে আছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ ছিল ?
A. ৪২,৫০০ টাকা
B. ৫২,৫০০ টাকা
C. ৬৭,৫০০ টাকা
D. ৮৭,৫০০ টাকা
11. ২০২০ সালে রাসনা কোম্পানির সম্পত্তি ৭০,০০০ টাকা কমেছে এবং দায় ১০০,০০০ টাকা বেড়েছে। ফলশ্রুতিতে মালিকানাস্বত্ব -------?
A. ১,৭০,০০০ টাকা বেড়েছে
B. ১,৭০,০০০ টাকা কমেছে
C. ৩০,০০০ টাকা বেড়েছে
D. ৩০,০০০ টাকা কমেছে
12. আলিফ কোম্পানি ১০,০০০ টাকার অফিস আসবাবপত্র স্বল্পমেয়াদি অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করেছে। আলিফ কোম্পানির হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?
A. সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস
B. সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি
C. সম্পদ ও দায় উভয়ই বৃদ্ধি
D. সম্পদ ও দায় উভয়ই হ্রাস
Answer Keys: 1.B 2.D 3.A 4.C 5.D 6.A,C,D 7.A 8.C 9.B 10.D 11.B 12.C
ব্যবসায় নীতি ও প্রয়োগ
01. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বাধিক কত জন সদস্য থাকে?
A. ২
B. ২০
C. ১০
D.৫০
02. বোনাস শেয়ার ইস্যু করা হয় ----- মধ্যে।
A. পরিচালকদের
B. শেয়ারহোল্ডারদের
C. ডিবেঞ্চারহোল্ডারদের
D. জনগণের
03. এলটন মেয়ো-র নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়?
A. সময় ও গতি পরীক্ষা
B. কাজ
C. কার্যপরিবেশ এবং উৎপাদনশীলতা
D.মনোবিজ্ঞান
04. কোনটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ?
A.লক্ষ্য
B. নীতি
C. বাজেট
D. সময়সীমা
05. কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়?
A. পরিকল্পনা
B. সংগঠন
C. সহযোগিতা
D. নিয়ন্ত্রণ
06. কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়?
A. এক মালিকানা
B. অংশীদারি
C.যৌথ মূলধনী
D. সমবায়
07. কোন ধরনের নেতৃত্বে নেতা অনুসারীদের কাছ থেকে তথ্য আহ্বান করে?
A.স্বৈরতান্ত্রিক
B. পিতৃসুলভ
C. আমলাতান্ত্রিক
D. অংশগ্রহণমূলক
08. নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি?
A.আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
B. ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
C. জীবন বিমা কর্পোরেশন
D. চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
09. কোনটি স্মারকলিপির বিষয়বস্তু?
A. শেয়ারহোল্ডারদের অধিকার
B. কোম্পানির উদ্দেশ্য
C পরিচালক নির্বাচন
D. লভ্যাংশ ঘোষণা পদ্ধতি
10. সমবায় সমিতির অর্জিত মুনাফার শতকরা কত অংশ সংরক্ষিত তহবিলে বাধ্যতামূলকভাবে রাখতে হয়?
A. ২০%
B.১৫%
C.১০%
D. ১৮%
11. প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক কে?
A. আব্রাহাম মাসলো
B. ফ্রেডরিক হার্জবার্গ
C. অলিভার শেলডন
D. পিটার ড্রাকার
12. ই-বিজনেসের নিচের কোন মডেলে একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রয় করে?
A. বি টু বি
B. সি টু বি
C. সি টু সি
D. বি টু সি
Answer keys: 1.B 2.B 3.C 4.B 5.C 6.A 7.D 8.C 9.B 10.B 11.B 12.C
মার্কেটিং
1. "অনেক মানুষ মার্সিডিজ বেঞ্জ চায়, কেবল কয়েক জনই কিনতে সক্ষম।” এটি ------ উদাহরণ।
A. প্রয়োজনের
B. চাওয়ার
C.সরবরাহের
D. চাহিদার
2. নিচের কোনটি নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ?
A. পণ্য উন্নয়ন
B. ব্যবসায় বিশ্লেষণ
C. ধারণা সৃজন
D. বাণিজ্যিকীকরণ
3. ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি?
A. সমস্যা চিহ্নিতকরণ
B. ক্রয় পরবর্তী আচরণ
C. বিকল্পসমূহ মূল্যায়ন
D. ক্রয়
4. কিসের মালিকানা স্থানান্তর করা যায় না?
A. স্থান
B. সেবা
C. দ্রব্য
D. সম্পত্তি
05. উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পণ্যের মূল্য বলে। নির্ধারণের পদ্ধতিকে
A. ব্যয়ভিত্তিক মূল্য পদ্ধতি
B. ভ্যালুভিত্তিক মূল্য পদ্ধতি
C. প্রতিযোগিতাভিত্তিক মূল্য পদ্ধতি
D. উৎপাদনভিত্তিক মূল্য পদ্ধতি
06. নিচের কোনটি সুবিধাজনক ভোগ্য পণ্যের উদাহরণ?
A. রুটি
B. হাতঘড়ি
C. মটর সাইকেল
D. ক্রীড়া জুতা
07. 'বাটা সু কোম্পানি' কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান?
A. বিভাগীয় বিপণি
B. বহুশাখা বিপণি
C. চেইন বিপণি
D. সুবিধাজনক বিপণি
08. বাজার স্কিমিং মূল্য নির্ধারণে কোনটি সঠিক বলে বিবেচ্য?
A. নিম্ন মূল্য
B. বিক্রয় পরিমাণ
C. উচ্চ মূল্য
D. বিক্রয় প্রবণতা
09. বণ্টন প্রণালির সাথে জড়িত এক বা একাধিক পক্ষকে বলে।
A. মধ্যস্থ ব্যবসায়ী
B. বিক্রয় কর্মী
C.সরবরাহকারী
D.খুচরা ব্যবসায়ী
10. বিপণন প্রসারের হাতিয়ার নয় কোনটি?
A. বিজ্ঞাপন
B. বিক্রয় প্রসার
C. অপপ্রচার
D. জনসংযোগ
11. কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান নয়?
A. গ্রাহক
B. সরবরাহকারী
C.জনসংখ্যা
D. প্রতিযোগী
12. নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক চলক?
A. ক্রয় উপলক্ষ্য
B. জীবন ধাঁচ
C. ব্যবহারের পরিমাণ
D. আয়
Answer Keys: 1.D 2.C 3.B 4.B 5.A 6.A 7.B 8.C 9.A 10.C 11.C 12.B
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
1. জিরোকুপন বন্ড বিক্রয় করা হয়।
A. অবহারে
B. অধিহারে
C. বাজার মূল্যে
D. অভিহিত মূল্যে
2. নিচের কোন দুই প্রকারের আয় শেয়ারহোল্ডারগণ তাদের বিনিয়োগের ওপর সাধারণত পেয়ে থাকে?
A. সুদ ও লভ্যাংশ
B. প্রত্যাশিত আয় ও লভ্যাংশ
C. লভ্যাংশ ও মূলধনি লাভ
D. লভ্যাংশ ও মুনাফা
03. জনাব ইমরান একটি কোম্পানির কাছ থেকে '১০/২০, নিট ১০০' শর্তে ধারে • কিছু পণ্য ক্রয় করেন। তাঁর ব্যবসায় ঋণের ব্যয় কত?
A. ২০%
B. ৩০%
C.80%
D. ৫০%
04. নিচের কোন পদ্ধতির ক্ষেত্রে বিনিয়োগের জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হলে প্রকল্পের আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হতে হবে?
A. উপার্জনের অভ্যন্তরীণ হার
B. গড় মুনাফা হার
C. নিট বর্তমান মূল্য
D. লাভজনকতার সূচক
05. কোন ধরনের ঝুঁকি বৈচিত্রায়নের মাধ্যমে কমানো যায়?
A. কোম্পানি ঝুঁকি
B. সিস্টেমেটিক ঝুঁকি
C. মূল্যস্ফীতি ঝুঁকি
D. রাজনৈতিক ঝুঁকি
06. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয়?
A. ঋণের বরাদ্দকরণ নীতি
B. ব্যাংক হার নীতি
C. খোলা বাজার নীতি
D. জমার হার পরিবর্তন নীতি
07. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়?
A. রয়েল মনিটারি অথরিটি অব ভূটান
B. ব্যাংক অব ইংল্যান্ড
C. ফেডারেল রিজার্ভ সিস্টেম
D. ন্যাশনাল ব্যাংক অব কানাডা
08. কোনটি বিমাযোগ্য বিশুদ্ধ ঝুঁকির উদাহরণ?
A. চুরি
B. শেয়ার বাজারে ক্ষতি
C. অতিমারি
D. রাজনৈতিক অস্থিরতা
9. নিচের কোন ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়নের দরকার হয়?
A. মেশিন ক্রয়
B. আসবাবপত্র ক্রয়
C.কাঁচামাল ক্রয়
D. দালানকোঠা নির্মাণ
10. কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দু’বার উপস্থাপন করতে হয়?
A. অঙ্গীকারপত্র
B. বিনিময় বিল
C. লভ্যাংশ পরোয়ানা
D. চেক
11. নৌ-বিমায় জাহাজ ভাড়া পণ্য পৌঁছানোর পর পরিশোধ করা হলে, জাহাজ ভাড়ায় কার বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান?
A. বন্দর কর্তৃপক্ষের
B. ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টের
C. পণ্য মালিকের
D. শিপিং কোম্পানির
12. নৌ- বিমার ক্ষতির পরিমাণ ও বিমা দাবি আদায় নিচের কোন ক্ষেত্রে সহজ?
A. সমুদ্রে পণ্য নিক্ষেপণ
B. উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি
C. সাধারন আংশিক ক্ষতি
D. বিশেষ আংশিক ক্ষতি
Answer Keys: 1.A 2.C 3.D 4.A 5.A 6.A 7.D 8.A 9.C 10.B 11.D 12.D